রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমারা

শেয়ার

রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ যুদ্ধাপরাধের অভিযোগ এনে এর আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

একটি ভিডিও উপস্থাপন করে তিনি বলেন, বেসামরিক মানুষদের রাস্তায় গুলি করে এবং ট্যাংকের চাপায় পিষ্ট করে মারা হচ্ছে।

কিয়েভের কাছে বুচায় বেসামরিক নাগরিকদের দেহাবশেষ রাস্তায় পাওয়ার কথা উল্লেখ করে তিনি এ ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলেও সতর্ক করেছেন। তবে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

এদিকে ইউক্রেনে সারিক অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে আরও এক দফা নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর মধ্যে রাশিয়া থেকে কয়লা আমদানিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

মূলত ইউরোপের বন্দরগুলো ব্যবহার করে রাশিয়ান মালিকানাধীন জাহাজ পরিচালনা ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অপরদিকে রুশ নাগরিকদের লক্ষ্য করে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যাতে বলা হয়েছে যে তাদের বাহিনী ইউক্রেনে নৃশংস আচরণ করছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.