রায়পুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন

শেয়ার

প্রদীপ কুমার রায়:

লক্ষ্মীপুরের রায়পুরে যথাযোগ্য মর্যাদার সাথে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনাসভা, চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৭মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, নির্বাহী কর্মকর্তা অনজন দাশসহ উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট, সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন। এরপর উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ সভাপতিত্বে প্র্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ সহকারি কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, মাধ্যমিক মিক্ষা কর্মকর্তা সাইফুল হক, আইসিটি কর্মকর্তা শুভ্রজিত রায় প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.