রামগঞ্জ থানায় সার্ভিস ডেস্কের উদ্বোধন

শেয়ার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ

‘‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’’ এ অঙ্গিকার বাস্তবায়নের লক্ষে ১০এপ্রিল রবিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি ব্যক্তিদের সেবা সহায়তা প্রদানের জন্য ‘সার্ভিস ডেস্ক’ উদ্বোধন করা হয়েছে।

এ ডেক্স চালুর ফলে এখন থেকে থানায় আগত ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি ব্যক্তিরা সহজে তাদের প্রয়োজনীয় সেবা পাবেন বলে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক, রামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সার্ভিস ডেস্কের দায়িত্বরত নারী পুলিশের এস আই ইভা সাহা,সহ থানার সকল কর্মকর্তা ও কর্তব্যরত পুলিশ কনষ্টেবলরা ছাড়াও স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এসময় রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইমদাদুল হক জানান, এ বছর আমাদের শ্লোগান হলো ‘মুজিব বর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার। বিশেষ করে নারী শিশু বয়স্ক প্রতিবন্ধিদের আলাদা এই ডেক্সের মাধ্যমে সকল ধরনের আইনী সহায়তা দেওয়া হবে।

এছাড়াও ডেস্কটি এমনভাবে সাজানো হয়েছে যাতে সেবা প্রত্যাশী নারী ও শিশুরা যাতে মন খুলে নারী পুলিশের নিকট তাদের অভিযোগের বিষয়ে মন খুলে কথা বলতে পারে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.