রামগঞ্জে সয়াবিন তেলের গুদামে তালা ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেটের

শেয়ার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে (মা ভিলা) নামের পরিত্যাক্ত এক বাড়িতে তালা মেরে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা ভূমি কর্মকর্তা মনিরা খাতুন। ঘটনাটি ঘটেছে ১৩ মার্চ (রবিবার) দুপুরে রামগঞ্জ রামগঞ্জ পৌরসভার জোড়কবর সংলগ্ন মা ভিলা নামের একটি পরিত্যাক্ত বাড়িতে।

গোপন সংবাদের ভিত্তিত্তে খরব পেয়ে ম্যাজিষ্ট্রেট মনিরাখাতুন (ইউনিকর্ন ডিস্ট্রিভিউশন লিঃ) নামের নিজেতে একটি কোম্পানী পরিচয়ে রুপচান্দা তেলের ষ্ট্রিকার ব্যবহার করে বিপুল পরিমান সয়বিন তেল গুদামজাত করে রাখেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা ভূমি কর্মকর্তা মনিরা খাতুন পরিত্যাক্ত মা ভিলান নামক বাড়িতে উপস্থিত হয়ে ইউনিকর্ন ডিস্ট্রিভিউশন লিঃ প্রয়োজনীয় কাগজপত্র ও তেল গুদামজাত করনের বিষয়টি জানতে চাইলে কোম্পানীর ম্যানেজার হেলাল উদ্দিন কোন বৈধ কাগজপত্র ও ক্রয় বিক্রয়ের কোন পরিসংখ্যান উপস্থাপন করতে না পারায় তাৎক্ষনিক ১০হাজার টাকা জরিমানা করে তেলের গুদামে তালা মেরে সিলগালা করে দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা ডিএসবি পুলিশ অফিসার মোঃ ইব্রাহীম আজাদ ও রামগঞ্জ থানায় কর্মরত জিএসবি পুলিশ মোঃ তাজুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর সুমন আখন্দ প্রমূখ।

মা ভিলার মালিক মৃত রাজ্জাক মিয়ার ভাগীনা মোঃ সায়মন হোসেন জানান, ফেব্রুয়ারী মাসে ১ম সাপ্তাহে চট্রগ্রামের এক ব্যবসায়ীকে প্রতিমাসে ৭হাজার ৫শত টাকা হারে আমি বাসা ভাড়া দিয়েছি। কিন্তু তেলের গুদামের বিষয়ে আমি কিছু জানিনা।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা ভূমি কর্মকর্তা মনিরা খাতুন বলেন, কোম্পানীর সাইনবোর্ড না থাকা ও সঠিক কোন প্রয়োজনীয় প্রমানপত্র উপস্থাপন করতে না পারায় কোম্পানীর ম্যানেজার পরিচয়দানকারী হেলাল উদ্দিনকে ভোক্তা অভিকার আইনে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আর জব্দকৃত তেলের গুদামে তালা মেরে সিলগালা করে দেওয়া হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.