রামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৯জুন (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরার সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সামছুল আলমের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ পৌরসভা মেয়র আবুল খায়ের পাটোয়ারী, রামগঞ্জ থানা ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারন সম্পাদক কাউছার হোসেন, সাংবাদিক আবু তাহের,রামগঞ্জ উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম শেখ,সাধারন সম্পাদক আফোজা আক্তার প্রমুখ। কর্মশালায় ১০ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,ইউপি সদস্য,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সহ ভিবিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন আকন্দ বলেন, মাদকের প্রশ্নে কোন আফস করা হবে না। যারা মাদকের সাথে জড়িত সে যতবড় ক্ষমতাধর ব্যাক্তিই হোকনা কেনো তাকে কোন চাড় দেওয়া হবেনা। মাদক নির্মূলে সারকারী ভাবে যারা দায়িত্বে রয়েছে তাদের গাফিলতি এবং দায়িত্বহীনতার প্রমান পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.