রামগঞ্জে বিধবাকে নির্যাতন করে বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার আইয়েনগর পাঠান বাড়ি থেকে উচ্ছেদ করতে এক বিধবা নারীকে প্রতিনিয়ত নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া যায়।

বাড়িতে অবস্থিত ৯টি পরিবারের মাঝে ৮টি পরিবার একই বংশধর আর ঐ বিধবা মহিলা দুই সন্তান নিয়ে এক পরিবার তাই ঐ ৮ টি পরিবারের লোকজন কর্তৃক ওই বিধবা মহিলাকে দফায় দফায় হামলা ও নির্যাতন করা হয়। সম্প্রতি গত ২ জুন বৃহস্পতিবার সন্ধ্যা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুমি আক্তার নামের ঐ বিধবা মহিলার প্রতিপক্ষের আবদুর রহিম (২৫) ফারুক হোসেন (৩০) ও লাকী বেগম (২৭) ব্যাপক মারপিট করা হয়েছে মর্মে লক্ষ্মীপুর আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।

ওই মহিলার শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখমসহ তার মাথার চুল টেনে উপড়ে ফেলা হয়েছে।
সে রামগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

জানা যায়, উপজেলার আইয়েনগর গ্রামের মৃত-কামাল হোসেনের স্ত্রী রুমি বেগমের দুই বছর পূর্বে তার স্বামী মারা যায়।

এরপর থেকেই মানুষের সাহায্য সহযোগিতা দিনযাপন করে আসছে।
ওই নারী দুই সন্তান নিয়ে বাকি জীবনটা স্বামীর বসতভিটায় থেকে মারা যেতে চান। কিন্তু তার বাড়ির অন্য অংশীদার সবাই মিলে দফায় দফায় মারধর ও নির্যাতন করে আসছে।

তাদের উদ্দেশ্য ওই মহিলা নির্যাতনে বাড়ি থেকে উচ্ছেদ হলে পুরো বাড়িটাই তাহারা ভোগদখল করতে পারবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.