নরসিংদীতে অবৈধভাবে বালু বিক্রির দায়ে মোবাইল কোর্টের জরিমানা

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে নদী খননের বালু অবৈধভাবে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট এক বালু ব্যবসায়ীকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানার দন্ড দিয়েছে।

বৃহস্পতিবার (৯ই জুন) দুপুরে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুরের আড়িয়াল খাঁ নদীর পাড় থেকে অবৈধভাবে বালু বিক্রির অপরাধে খোকন পাঠান নামে এক বালু ব্যবসায়ীকে জরিমানার এ দন্ড দেয়া হয় বলে জানা যায়।

খোকন পাঠান আওয়ামী যুবলীগ খিদিরপুর ইউনিয়ন শাখার সভাপতি বলেও জানা গেছে। মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহানের কোর্ট থেকে তাকে এ দন্ড প্রদান করা হয়। মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান জরিমানার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো জানান, এছাড়াও গতকাল বুধবার তাঁর মোবাইল কোর্ট থেকে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁওয়ে একই ধরনের অপরাধে পাভেল নামের এক অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.