রামগঞ্জে করোনায় আক্রান্ত ২শিক্ষক; বিদ্যালয় খোলা রেখেছে কতৃপক্ষ

শেয়ার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে সালমা ও ফাতেমা আক্তার করোনায় আক্রান্ত হয়েছেন।

২০ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে করোনা পজিটিভ রিপোর্ট আসার পর রামগঞ্জ সরকারী হাসপাতাল কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। এর পরেও প্রধান শিক্ষক উর্ধ্বতন কতৃপক্ষের কোন নির্দেশ না পাওয়ায় বৃহস্পতিবার ও স্কুল খোলা রেখেছে। এ খবর বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে জানাজানি হলে সর্বত্র আতংকের সৃষ্টি হয়েছে। কিন্তু বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে অবহিত করার পরও বিদ্যালয়টি খোলা রেখে ক্লাস পরিচালনা অব্যাহত রেখেছেন প্রধান শিক্ষক সামছুন নাহার।

এ ব্যাপারে উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষাকর্মকর্তা মোহাম্মদ মোহাইমেন জানান, আমি বিদ্যালয় বন্ধ করার ঘোষনা দেওয়ার কোন নিয়ম নেই। জেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গুনময় পৌদ্দার জানান, আক্রান্ত দুই শিক্ষককে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমাকে বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.