রাজিবপুর মহিলা কলেজ এমপিও ভুক্তর দাবিতে মানববন্ধন

শেয়ার

সাব্বির মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি

আজ সোমবার বেলা ১২ ঘটিকার সময় রাজিবপুর মহিলা কলেজের সামনে মানববন্ধন করা হয়।আয়োজনে রাজিবপুর মহিলা কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী বৃন্দ।

উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, রাজিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আকবর হোসেন হিরো, রাজিবপুর ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান, নুরে শাহী ফুল, রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব, আলহাজ্ব আজিম উদ্দিন সাহেব, সহ আরো অনেকেই।

বক্তারা বলেন, কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা নদী মাতৃক চরাঞ্চল উপজেলা নারী শিক্ষার উন্নয়ন ও অবকাঠামো বিস্তার লাভের জন্য রাজিবপুরে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘ ২২ বছর পার হওয়ার পরও কলেজটি এমপিও ভুক্ত হয়নি।

এতে কলেজের শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। এই কলেজটি দ্রুত এমপিও ভুক্ত না করলে নারী শিক্ষার মান ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী সুদৃষ্টি আকর্ষণ করছেন, যাতে রাজিবপুর মহিলা কলেজ টি এমপিওভুক্ত করা হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.