মাদ্রাসা শিক্ষকদের বেতন বোনাস দুএকদিনের মধ্যে

শেয়ার

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ও ঈদ বোনাসের চেক ছাড় হতে পারে দুএকদিনের মধ্যে।

সোমবার (৪ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ ছরওয়ার আলম  বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেল থেকে তথ্য নিয়ে মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। দুএকদিনের মধ্যে চেক ব্যাংকে পাঠানো হতে পারে।

এদিকে সাধারণ স্কুল,কলেজ ও কারিগরি শিক্ষকদের বেতন ও বোনাসের চেক ছাড় হয়েছে। যথাক্রমে ১১ ও ১৪ জুন পর্যন্ত স্ব স্ব অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতা তুলতে পারবে মর্মে দুই অধিদপ্তর থেকে ঘোষণা দিলেও ঈদের আগে ব্যাংক থেকে বেতন-বোনাস কিছুই পাবেন না মর্মে শিক্ষকরা আশঙ্কা করছেন। অতীতের তিক্ত অভিজ্ঞতায় তারা এমনটা আশঙ্কা করছেন। এমতাবস্থায় মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন বোনাসের চেক অদ্যাবধি ব্যাংকে না পাঠানোয় মন খারাপ করছেন তারা।

শিক্ষকদের ভোগান্তি কমানো ও মাদ্রাসা শিক্ষকদের উন্নতির লক্ষ্যে স্বতন্ত্র মাদ্রাসা অধিদপ্তর গঠন করা হলেও মহাপরিচালকসহ গুটিকয়েক কর্মকর্তার কারণে ভোগান্তি বেড়েছে মর্মে বিবৃতি দিয়েছেন একাধিক মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.