মাদরাসা শিক্ষকদের অক্টোবরের এমপিওর চেক ব্যাংকে

শেয়ার

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ২০১৯ খ্রিষ্টাব্দের অক্টোবর (২০১৯) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়াত্ত চারটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে। শিক্ষকরা আগামী ৬ নভেম্বর পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আদেশের স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০০২.০৮.০০৪.১৯-৪৪০

এছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষক-কর্মচারীদের অক্টোবর  (২০১৯) মাসের এমপিওর চেক মঙ্গলবার (২৯ অক্টোবর) সেপ্টেম্বর) ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে ৭ নভেম্বর পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (এমপিও) মো. জহুরুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।

স্মারক নং- ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.১৯-৯১৮,৯১৯,৯২০,৯২১।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.