মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

” নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩শে জুলাই) সকালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) আঞ্জুমান আরা বেগম মৎস্য উৎপাদন ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। সভায় জানানো হয়, সরকারের কার্যকরী পদক্ষেপের কারণে ২০২০-২১ অর্থ বছরে ৪৩ লাখ ৮১ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ৪৬ লাখ ২১ মেট্রিক টন। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন বেশী।

বিগত এক দশকে মৎস্য উৎপাদনে চীন ও ভারতের পরের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিগত ৭ বছরে মৎস্য খাতে গড়ে ৬ লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং উপার্জন বেড়েছে ৩০ শতাংশ। ৬০ ভাগ প্রানিজ আমিষের চাহিদা পূরনসহ বৈদেশিক মুদ্রা অর্জনে এদেশের মৎস্য খাত বর্তমানে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। মৎস্য সপ্তাহের এবারের শ্লোগান হচ্ছে ” নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”।

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা মৎস্য বিভাগ সাত দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা ছাড়াও মনোহরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) আঞ্জুমান আরা বেগম ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মিজবাউল নূর আনোয়ার কবীরসহ উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.