বেতাগীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

শেয়ার

ময়নুল সুমন, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার বেতাগীতে টাকা ছিনতাই ও মারধরের অভিযোগে চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

উপজেলার ১নং বিবিচিনি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা মির্জা মো. কবির উদ্দিনের স্ত্রী শাফিয়া বেগম বাদী হয়ে (০৬ এপ্রিল) বেতাগী জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে মামলাটি করেন।

মামলা নং ৭৬/২০২২ । মামলার অন্য আসামিরা হলেন- চৌকিদার ফিরোজ আলম মন্টু (৪২) পিতাঃ মৃত শাহজাহান মৃধা, নজরুল ইসলাম (৪৯) পিতাঃ নুরুল ইসলাম, হায়দার আলী আকন (৪৮) পিতাঃ মৃত আমজেদ আলী আকন,জাহাঙ্গীর হাওলাদার (৪২) পিতাঃ মৃত হযরত আলী, আলী হোসেন মৃধা (৪০) পিতাঃ আশ্রাব আলী, আল মামুন (৩৮) পিতাঃ মৃত মাহাবুবুর রহমান, মুন্নী বেগম (৩৬) পিতাঃমৃত মাহাবুবুর রহমান।

মামলা সূত্রে জানা যায়, পরকিয়া করায় জান্নাতুল নাঈম (পিতাঃ মির্জা মো. কবির) স্ত্রী শারমিন আক্তার তানিয়াকে পিতাঃহায়দার আলী আকন (৪৮) গত ২০শে মার্চ তালাক দেয়।

এতে ক্ষুব্ধ হয়ে হুমকি দেয় ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌকিদার ফিরোজ আলম (৪২) পিতাঃ মৃত শাহ আলম ও ইউপি চেয়ারম্যান নওয়াব হোসেন নয়ন সহ আরও কয়েকজন।

গত বৃহস্পতিবার ( ৩১ শে মার্চ) ব্যবসার মালামাল আনার জন্য ৩ লাখ ৭০ হাজার টাকা নিয়ে নাঈম বাড়ি থেকে বের হলে ইউপি চেয়ারম্যানের নির্দেশে চৌকিদার ফিরোজ আলম তাকে পরিষদে ডেকে নিয়ে যায়। এতে সন্দেহ হলে নাঈমের বাবা ও মা তাদের পিছু ছুটে চলেন।

পরিষদে নিয়ে নাঈমের টাকা ভর্তি ব্যাগ কেড়ে নেয় চৌকিদার ফিরোজ। এরপর ইউপি চেয়ারম্যানের কক্ষে নিয়ে গিয়ে চেয়ারম্যান নিজে মারধর শুরু করলে নজরুল ইসলাম,হায়দার আলী, জাহাঙ্গীর হাওলাদার ও আলী হোসেন জড়ো হয়ে মারধর করতে থাকে। ছেলেকে বাঁচাতে গেলে মা শাফিয়া ও বাবা কবির উদ্দিনকেও মেরে আহত করে।

শেষে লোকজন জড়ো হলে ইউপি ভবন ত্যাগ করে এবং তাদের মেরে ফেলার হুমকি দেয় চেয়ারম্যান ও তার সহকারীরা।
এই বিষয়ে ইউপি চেয়ারম্যান নওয়াব হোসেন নয়ন এর কাছে জদনতে চাইলে তিনি বলেন “আমার বিরুদ্ধে একটি কুচক্রি মহল কাজ করছে । পরিষদে তাদেও ডেকে এনে শুধু বোঝানো হয়েছে।এই সকল অভিযোগ মিথ্যা”।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.