বুধবার পবিত্র ঈদুল ফিতর 

শেয়ার

ঢাকা: মাত্র দুই ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদলে জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, দেশের আকাশে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই মঙ্গলবারই (৪ জুন) শেষ হয়েছে রমজান মাস, বুধবার (৫ জুন) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

মঙ্গলবার রাত ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির দ্বিতীয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে, বাদ মাগরিব থেকে প্রায় দেড় ঘণ্টা কমিটির প্রথম বৈঠক শেষে জানানো হয়, ৬৪ জেলার কোথাও চাঁদ দেখা যায়নি বিধায় রমজান মাস ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার (৬ জুন) শাওয়াল মাস শুরু হবে। তাই ঈদ উদযাপনও হবে বৃহস্পতিবার।

তবে দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখা যাওয়ার খবর আসতে থাকায় ফের বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি। ডাকা হয় সাংবাদিকদের।

এরপর ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ জানান, চাঁদ দেখা গেছে। বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.