বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার পরিকল্পনার বিরুদ্ধে খুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

শেয়ার

তানভীর হাসান তন্ময়, খুবি প্রতিনিধি:

সাম্প্রতিক সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অরাজকতা সৃষ্টি এবং শান্ত বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার পরিকল্পনার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অহেতুক বিষয় নিয়ে বা অকারনে নানা ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ নিয়ে আসছে। সেই সাথে বিভিন্ন মিথ্যাচার করে সেগুলো সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন নিউজ পোর্টালে ছড়ানো হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছে।

তারা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে কোন ছাত্র রাজনীতি নেই, সেখানে ওই কুচক্রী মহল বিভিন্নভাবে তাদের রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের পায়তারা চালাচ্ছে, যাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের কোন সম্পৃক্ততা নেই।

বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টিকারী কুচক্রী মহলদের বিরুদ্ধে সোচ্চার ও শক্ত অবস্থান গ্রহন করছি। আমরা কখনোই চাই না বাংলাদেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ভাবমূর্তি আছে তা নষ্ট হোক। আমরা কখনোই সেটা হতে দেবো না। সাধারণ শিক্ষার্থীরা কখনোই তাদের সাথে ছিলো না এবং তাদের সাথে কখনোই থাকবে না। আমরা সাধারণ শিক্ষার্থীরা সবসময় ন্যায়ের সাথে আছি। বর্তমানে এবং ভবিষ্যতে যারাই বিভিন্ন উপায়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে সবসময়ই সাধারণ শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহন করবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব, রাফিদ রহমান, মীর মুগ্ধ, মোহাম্মদ হাসান, তওহিদুল ইসলাম মাহির বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল (৬ ফেব্রুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমনের বিরুদ্ধে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ এনে পরে দুঃখ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের স্নাতকোত্তরের শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন। এর পরের দিনই আজ সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ নিয়ে আসার বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করল।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.