বানিয়াচংয়ে যৌতুকের জন্য স্বামীর নির্যাতনে স্ত্রীর মামলার শুনানি আজ

শেয়ার

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জে বানিয়াচংয়ে যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী। যৌতুকলোভী স্বামী মোঃশওকত মিয়া (৪২)বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের শমশের আলীর পুত্র।

বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৪ হবিগঞ্জে গত ৩০ মার্চ বাদী হয়ে ৩ লক্ষ টাকা যৌতুক দাবীর উল্লেখ করে মামলা করেন আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা গ্রামের মোছাঃ তামান্না আক্তার নামে ওই গৃহবধূ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়,২০১৫ সালের ২৮ আগষ্ট যাত্রাপাশা গ্রামের সমশের আলী মিয়ার পুত্র বিবাদী মোঃ শওকত মিয়ার সাথে পারিবারিকভাবে ইসলামি শরা-শরিয়ত মোতাবেক ২লক্ষ ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য্য করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা ইউনিয়নের ইছবপুর গ্রামের সুরপান আলীর কন্যা মোছাঃ তামান্না আক্তার। প্রায় বছর খানেক ভালোই চলছিলো তাদের সংসার।কিন্তু হঠাৎ করে বিপদগামী নারীদের সাথে চলাফেরা বেড়ে যায় শওকতের।বিষয়টি ওই গৃহবধূ প্রতিবাদ করলে তার জীবনে নেমে আসে অন্ধকার।তারপর থেকে পরিবারের অন্যান্য লোকের সহযোগিতায় তামান্নার উপর একের পর এক অমানুষিক নির্যাতন করতে থাকে শওকত।সংসার টিকাতে স্বামীর আঘাত নিরবে সহ্য করতো ওই গৃহবধূ।

ওই নির্যাতনের ফলে গৃহবধু তামান্না মৃত সন্তান প্রসব করেন।সম্প্রতি শওকত মিয়া বিদেশ যাওয়ার কথা বলে ৩ লক্ষ টাকা যৌতুকের দাবীতে তামান্নার উপর অমানুষিক নির্যাতন শুরু করে। নির্যাতনের বিষয়টি তামান্নার পিতার বাড়িতে পৌছলে গত ৫ জানুয়ারি বুধবার বিকালে তার স্বজনরা আহত অবস্থায় তামান্নাকে ওই যৌতুকলোভী স্বামীর বাড়ি থেকে উদ্ধার করেন।

এঘটনায় বিচার চেয়ে ২০১৮ইং সনের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় আদালতে মামলা করেন তামান্না। আজ ১৮ মে বুধবার ওই মামলার প্রথম শুনানি।

গৃহবধূ তামান্না জানান,মানবেতর জীবন যাপন করছি আমি।আমি ওই যৌতুকলোভীর বিচার চাই।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.