যেভাবে বন্ধ করবেন ফেসবুকের @everyone নোটিফিকেশন

শেয়ার

সম্প্রতি ফেসবুকে নতুন একটি ফিচার চালু হয়েছে। যা ব্যবহারকারীদের মনোযোগ কেড়েছে। ফিচারটি হচ্ছে @everyone. এই ফিচারের মাধ্যমে বিভিন্ন গ্রুপের অ্যাডমিনরা মেম্বারদের @everyone কমেন্টস করে সবাইকে ট্যাগ করতে পারছেন।

এছাড়াও প্রোফাইলে @friends লিখে কোনো পোস্টে কমেন্ট করলেই বন্ধুদের সবাইকে মেনশনড হচ্ছেন। কিন্তু এই ফিচারে অনেকেই বিরক্ত। কেননা @everyone কিংবা @friends মেনশন করলে নোটিফিকেশন আসছে। জানুন কীভাবে নোটিফিকেশন বন্ধ করবেন।

প্রথমেই ফেসবুকের থ্রি ডট ম্যানু (…) তে ক্লিক করে প্রোফাইল সেটিংসে যাবেন। সেখানে থেকে একটু নিচের দিকে স্ক্রল করে নেমেই নোটিফিকেশন সেটিংসে যাবেন (ভিডিও তে রিমার্ক করা আছে)। সেখান থেকে একটু নিচে নেমেই ট্যাগস এ যাবেন।।

ট্যাগসে গেলেই দেখতে পাবেন  Batch @everyone mentione এটাকে অফ করে দিলেই সম্পূর্ণ হয়ে গেল আপনার কাজ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.