ফের তুরস্কে ৬.৪ মাত্রার তীব্র ভূমিকম্প

শেয়ার

ভূমিকম্পে প্রায় অর্ধ লক্ষ প্রানাহানের দগ্ধ ক্ষত না শুকাতেই আবারো বড় ভূমিকম্পে কাঁপল তুরস্ক। দেশ দুটির সীমান্তবর্তী এলাকায় ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। খবর আল-জাজিরার।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি বিধ্বস্ত তুরস্কের অন্যতম প্রদেশ হাতায়ে আঘাত হেনেছে। এটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি এ অঞ্চলে পরপর দুটি বড় ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। এর দুই সপ্তাহ পরই আবারো ভূমিকম্প আঘাত হানলো।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.