ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

শেয়ার

ইবি সংবাদদাতা:

দেশজুরে আলোচিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী হলের র‍্যাগিংয়ের ঘটনায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসক। সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট আ.ন. ম. আবুজর গিফারী তথ্যটি নিশ্চিত করেছেন।

কমিটিতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ. ন. ম. আবুজর গিফারী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শাহবুব আলমরাখা হয়েছে।

এ বিষয়ে সহকারী অধ্যাপক শাহবুব আলম বলেন, ‘মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পারবো বলে আশা রাখি।’

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের ঘটনায় দায়ের করা রিটের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার তদন্ত কমিটি ঘটনের আদেশ দেন হাইকোর্ট। আদেশে কুষ্টিয়ার জেলা প্রশাসককে ৩ কার্যদিবসের মধ্যে এ কমিটি গঠনের নির্দেশনা দেন। কমিটি করার পরবর্তী ৭ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.