প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মাদ্রাসার জেনারেল শিক্ষকরা

শেয়ার

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা ও ৫ শতাংশ প্রবৃদ্ধি প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনর(বিএমজিটিএ) নেতৃবৃন্দ।

শনিবার(৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর ঢাকাস্থ অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এসোসিয়েশনের সভাপতি মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দ মার্চ মাসের এমপিও সাথে মাদ্রাসাসহ সব বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা প্রদান না করায় দুঃখ প্রকাশ করেন।

সভায় মহাসচিব মো. জহির উদ্দিন হাওলাদার বলেন, পহেলা বৈশাখের আগে বৈশাখী ভাতা প্রদান না করা হলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. সুলতান মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি মো.ফজলুল বারী বেলাল, সিনিয়র যুগ্ম মহাসচিব মো.শান্ত ইসলাম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক খোরশেদ কবির মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামন, মো.নেকবর হোসেন প্রমুখ।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.