পুরস্কৃত হলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: পেশাদারিত্ব, সততা, কর্তব্যনিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে লক্ষ্মীপুর জেলাকে শান্ত এবং নিরাপদ জেলায় রুপান্তরের স্বীকৃতিস্বরুপ পুরস্কৃত হলেন মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম। বুধবার ২৮ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে ২০২৩ সালে অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে ‘খ’ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম এর নিকট হতে পুরস্কার গ্রহণ করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম।

বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার। তিনি বলেন, অসীম সাহসিকতা, কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ আমাদের এসপি স্যার জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছেন। স্যারের অসাধারণ এই কৃতিত্বের জন্য লক্ষ্মীপুর জেলার সর্বস্তরের পুলিশ সদস্যগণ আনন্দিত এবং মাননীয় প্রধাণমন্ত্রীর নিকট কৃতজ্ঞ। লক্ষ্মীপুর জেলার সর্বস্তরের জনসাধারণও এই কৃতিত্বের গর্বিত অংশীদার।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.