পাঁচবিবিতে মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংরক্ষণশালা‘র উদ্বোধন

শেয়ার

জয়পুরহাট প্রতিনিধি:

বাংলাদেশে উওর বঙ্গে প্রথম মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যগুলো নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে জয়পুরহাটের পাঁচবিবি পৌর সভায় প্রতিষ্ঠা করা হয় মুক্তিযুদ্ধ জাদুঘর। প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে পৌর সভার তৃতীয় তলায় জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়।

জয়পুরহাট পাঁচ থানার সকল মুক্তিযোদ্ধারে নামের তালিকা ও তাদের মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘরে স্থান পায়। এছাড়া পৌর জাদুঘরের দেওয়ালে পাঁচবিবি ঐতিহ্যবাহী স্থানসুমহের ছবিগুলো স্থান পেয়েছে।

মঙ্গলবার বিকালে পাঁচবিবির পৌর প্রশাসক আব্দুল কাদের ব্যাপারীর সভাপতিত্বে পৌর প্রাঙ্গনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম খান(এন.আই.খান) কিউরেটর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর (ঢাকা) ও সাবেক শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রনালয়, জাদুঘরটি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঁইয়া, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, পৌর সচিব ধীমান চন্দ্র রায়, সিনিয়র সার্কেল অফিসার ইশতীয়াক আলম, জেলা আ.লীগের সহ-সভাপতি ও পিপি এ্যাডঃ নিপেন্দ্রনাথ মন্ডল, সম্পাদক জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, মুক্তিযুদ্ধের গবেষক ও প্রবীন সাংবাদিক আমিনুল হক বাবুল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, পাঁচবিবি উপজেলা কমান্ডার মিছির আলী মন্ডল, পৌর স্বেচ্ছাসবকলীগের সাধারণ সম্পাদক মোসাইদ আল-আমিন সাদসহ পৌর কর্মকর্তা প্রমুখ। উল্লেখ্য, জাদুঘরটি অফিস বন্ধ ছাড়া প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে বলে পৌর সচিব জানান।

উদ্ধোধনের দিনে স্থানীয় অনেক দর্শনার্থী মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শন করতে আসেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.