পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল: নৌ প্রতিমন্ত্রী

শেয়ার

পদ্মা সেতু নিয়ে অনেক  ষড়যন্ত্র হয়েছিল বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ ।

বুধবার (২৯ জুন) সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি  বাংলাদেশ আয়োজিত ‘পদ্মা সেতু: সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশ  বিশ্বে আরও  বেশি পরিচিত হতে পারছে। বর্তমানে বাংলাদেশে পদ্মাসেতু থেকেও বড় প্রজেক্ট চলমান আছে। রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র। যেটিতে পদ্মা সেতু থেকে চার গুন বেশি বিনিয়োগ করা হয়েছে।

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রেও পদ্মা থেকে বেশি বিনিয়োগ হচ্ছে।  পায়রা সমুদ্র বন্দর হয়েছে। এসব নিয়ে তেমন আলোচনা নেই। পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র  হয়েছিল। ড. মোহাম্মদ ইউনুস ছিলেন ষড়যন্ত্রের মূল হোতা। তার সঙ্গে পরবর্তীতে যোগ দিয়েছেন খালেদা জিয়া। তারা চেয়েছিল বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে।’

এসময় তিনি আরও বলেন, ‘একজন নেত্রী বলেছিলেন  পদ্মা সেতু জোড়া তালি দিয়ে বানানো হচ্ছে আপনারা এতে উঠবেন না।

তিনি আরো বলেন, আজকে বাংলাদেশ বিশ্বের অনন্য উচ্চতায় পৌঁছেছে। শেখ হাসিনা আমাদের যে জায়গায় দাঁড় করিয়েছে সে জায়গায় আমাদের সবারই দায় আছে। আমাদের মাধ্যমে যে সম্প্রীতি তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে এবং পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.