‘জনগণ স্বাস্থ্যবিধি না মানলে সরকার আইন প্রয়োগ করবে

শেয়ার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করতে বলা হয়েছে।

‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি গ্রহণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম যথাসম্ভব বর্জন করতে জনগণকে সচেতন করতে সরকার কাজ করছে।  জনগণ স্বাস্থ্যবিধি না মানলে, মাস্ক না পরলে সরকার করোনা নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করবে।

আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। ফলে এখন বেশি করে করোনা পরীক্ষা দরকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত যারা প্রথম ডোজ পেয়েছেন তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেয়া প্রায় শেষ হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.