নেত্রকোণায় বন্যার্তদের পাশে দাড়িয়েছে GENESIS FOUNDATION

শেয়ার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি

সারা দেশের ন্যায় নেত্রকোণায়ও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি প্রায় জেলার ৫ লাখের বেশী মানুষ, ৬ টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। তার মাঝে কিছু জায়গায় এখনো বন্যার্তদের জন্য ত্রাণ পৌছায়নি।

ঠিক তখনই অন্যকিছু চিন্তা না করেই তারা বেড়িয়ে পড়ে Team GENESIS নেত্রকোনার উদ্দেশ্যে। তবে সেখানে যেয়ে বন্যকবলিত মানুষের পাশে দাঁড়াতে তাদেরকে পাড়ি দিতে হয় লম্বা একটা পথ।

নেত্রকোণা জেলা থেকে প্রায় ৪৫ কিলোমিটার গাড়িপথ এবং নদীপথে আরো ২৬ কিলোমিটার দূরত্বে মোহনগঞ্জের তেতুলিয়া ইউনিয়নে বসবাসকারী মানুষ, যারা এখনো সহযোগিতা পায়নি,এরকম এলাকার সন্ধ্যানে তাদের ছুটে যেতে হয়েছে একেবারে সুনামগঞ্জ কাছ পর্যন্ত। আমাদের স্বেচ্ছাসেবকরা সাহায্য পৌছে দিয়েছে মোহনগঞ্জ উপজেলার প্রায় সবকয়টি থানায়।

তবে স্বেচ্ছাসেবকেরা এতখানি পথ পাড়ি দিয়েও তাদের মধ্যে ছিলনা কোনো ক্লান্তি, কোনো কষ্ট।

কারণ তারা পাশে দাঁড়াতে পেরেছে বন্যাকবলিত মানুষের, হতে পেরেছে সেসকল মানুষগুলোর স্বস্তির কারণ, সেটিই জানিয়েছেন GENESIS FOUNDATION এর Head of Internal Affairs জসিম উদ্দিন।
প্রায় ১০০ এর অধিক বন্যা কবলিত মানুষ এর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে GENESIS FOUNDATION.

বন্যা কবলিত একেকটি পরিবারের জন্য ছিলোঃ
১) মুড়ি -৭০০ গ্রাম
২) চিড়া -১/২ কেজি
৩) গুড় – ১/২ কেজি
৪) বিস্কুট -২ প্যাকেট
৫) মোমবাতি -১ প্যাকেট
৬) ম্যাজবাতি-২ প্যাকেট
৭) স্যানেটারি ন্যাপকিন
এসময় উপস্থিত ছিলেন
চাদঁপুর শাখার Chief Coordinator লিমন
চাদঁপুর শাখার Asst. Chief Coordinator শায়েম
চাদঁপুর শাখার Management Team এর সজিব সহ অন্যান্যরা

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.