নারী অধিকার আদায়ে ওআইজ এর উঠান বৈঠক ও উপহার বিতরণ

শেয়ার

সোলাইমান ইসলাম নিশান :  লক্ষ্মীপুরে নারী নিরাপত্তা, ক্ষমতায়ন,স্বাস্থ্য, নারী অধিকার এবং নারীর সম- সাময়িক সমস্যা নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বেলা ১১ টায় লক্ষ্মীপুর পৌর ৩ নং ওয়ার্ড বাঞ্ছানগর মমতাজ পাটোয়ারী ব্রিক ফিল্ড এলাকায় উইমেন্স ইনিশিয়েটিভ ফর সেফটি এন্ড ইমপাওয়ারমেন্ট(ওআইজ) এর উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এই সময়ে অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের মাঝে স্যানেটারি ন্যাপকিন, আয়রন ট্যাবলেট, সাবান ও রমজান উপলক্ষে চাল,ডাল,আলু বিতরণ করা হয়।

ওআইজ এর প্রতিষ্ঠাতা অহনা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদস্য সাবিকুর নাহার প্রেমা, পুষ্পিতা মজুমদার, তাকিয়া, তাহসিনা বিনতে আকবর।

বক্তারা বলেন, নারী ক্ষমতায়ন,নারী উন্নয়ন, নারী অধিকার, নারী আইন,স্বাস্থ্য, নিরাপত্তা এবং নারীর বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে আমরা কাজ করি।নারী স্বাস্থ্য সচেতনতা এবং নারীদের সাহস বৃদ্ধি করতে হবে। নারীরা বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হচ্ছে নারী অধিকার নিশ্চিত করা হলে তা হ্রাস পাবে। আর নারীর অধিকার সুনিশ্চিত করতে হলে আগে নারী নেতৃত্ব গড়ে তুলতে হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.