নরসিংদীতে অগ্নিকাণ্ডে দোকান ও বসতবাড়ী পুড়ে ছাই

শেয়ার

মোঃ মোবারক হোসেন
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পৌর শহরের বিলাসদী এলাকায় রেল লাইনের পাশে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ির দোকান সহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়, রোববার (২০ মার্চ) রাত পৌনে ১১টার দিকে নরসিংদী শহরের বিলাসদী এলাকায় আল্লাহু চত্বরের রেল লাইনের পাশে একটি মুদি দোকান থেকে আগুনের এ সূত্রপাত ঘটে। এতে মূহুর্তের মধ্যেই পাশের টিনশেড ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কোন হতাহতের ঘটনা ঘটেনি। নরসিংদী ফায়ার স্টেশনের ফায়ারম্যান হেলাল উদ্দিন জানান,খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি ।

প্রাথিকভাবে ধারণা করা হচ্ছে বাড়ীর পাশে মুদি দোকান হতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ।

বাড়ীর মালিক নয়ন মিয়া জানান,আগুনে চারটি টিনশেড ঘর সহ ব্যাপক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও এলাকার মানুষের সহযোগিতায় প্রায় ৬/৭ লাখ টাকার মালামাল ঊদ্ধার করা হয়েছে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী-পরিচালক মোঃ নুরুল ইসলাম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য যে, এদিকে একই রাতে নরসিংদীর মাধবদীতে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.