নদী ভাঙন রোধে প্রকল্প পাস, তজুমদ্দিনে আনন্দ র‌্যালী

শেয়ার

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি

ভোলার লালমোহন ও তজুমদ্দিনের নদী ভাঙ্গনরোধে ‘জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এ ১ হাজার ৯৬ কোটি ৬০ লক্ষ টাকার প্রকল্প পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র‌্যালী বের করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে তজুমদ্দিন উপজেলার চাচঁড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়ার উদ্যোগে চাঁচড়া ইউনিয়ন পরিষদ থেকে আনন্দ র‍্যালিটিতে বের হয়ে মঙ্গলসিকদার উত্তর বাজার আওয়ামিলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া, চাচঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল হক মাস্টার, সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক আরমান কবির ঢালি, ইউপি সদস্য মো ফিরোজ।

এসময় র‍্যালিতে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, আওয়ামিলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.