ধর্ষিত কিশোরীকে সালিশে নির্যাতন, চর মার্টিন ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে মামলা

শেয়ার

কমলনগর:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউছুফ আলী (মিয়া ভাই) সালিশ-বৈঠবে ধর্ষিত কিশোরীসহ দুইজনকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় হাজিরহাট তদন্তকেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন বাদি হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করেন। মামলার  আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

মামলায় ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী  (মিয়া ভাই) ও গ্রাম পুলিশ মো. রাশেদসহ আরও ৪/৫জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী (মিয়া ভাই) চর মার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চর মার্টিন গ্রামের হাজী রুহুল আমিনের ছেলে। অভিযুক্ত অপর আসামি মো. রাশেদ ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ; সে একই গ্রামের আবদুল হাসেমের ছেলে।

প্রসঙ্গত, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউছুফ আলী (মিয়া ভাই) শালিস-বৈঠকে ধর্ষিত কিশোরীসহ দুইজনকে নির্যাতন করে। নির্যাতনের প্রায় দেড় মাস পর রোববার ( ১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভিডিওটি  ফেসবুকে ছড়িয়ে ভাইরাল হয়। এর পর থেকে ভিডিওটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠে। এর আগে গত ৩১ ডিসেম্বর নির্যাতনের ঘটনা ঘটলেও চেয়ারম্যানের  ভয়ে কেউ মুখ খোলেনি। নির্যাতিত ওই দুইজন উপজেলার চর মার্টিন ইউনিয়নের বাসিন্দা। তারা সম্পর্কে শ্যালিকা-দুলা ভাই।

ফেসবুক থেকে সংগ্রহ করা ওই ভিডিও’তে দেখা যায়, বাড়ির উঠানে শালিস বৈঠক চলছে। বৈঠক চলাকালে চেয়ারম্যান লাঠি নিয়ে এক যুবককে বেদম পিটায়। এক পর্যায়ে ওই যুবক মাটিতে লুটিয়ে পড়ে। এসময় ওই যুবককে এলোপাতাড়ি লাথি দিতে দেখা যায়। পাশে দাড়িয়ে থাকা ১৩/১৪ বছরের এক কিশোরীকেও একইভাবে নির্যাতন করতে দেখা গেছে। চেয়ারম্যান মারধর করার আগেও বৈঠকে উপস্থিত আরও এক ব্যক্তি ওই যুবককে  পেটাতে দেখা যায়।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ঘরজামাই মো.আবদুল আলী (কালু) (৩৫) স্ত্রীর ছোট বোন (শ্যালিকাকে) নিয়ে চট্রোগাম পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের চট্রোগ্রাম থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এই নিয়ে শালিশ বৈঠক হয়। বৈঠকে শালি-দুলাভাইকে বেদম পিটিয়ে আহত করে। পরে দুলাভাইকে পুলিশে দেয়া হয়।

চর মার্টিন ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ইউছুফ আলী (মিয়া ভাই) বলেন, অন্তঃসত্তা স্ত্রীকে পেলে রেখে মাদকসেবী ওই ঘরজামাই শ্যালিকে  পালিয়ে নিয়ে ধর্ষণ করে। স্থানীয়দের চাপে আমি তাদের এক-দুইটা চড়-থাপ্পার দিয়েছি।

স্থানীয় হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ  উপ পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন বলেন, দুলাভাই কৌশলে শ্যালিকে অপহরণ করে চট্টোগ্রাম নিয়ে ধর্ষণ করে। মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে। এ ঘটনায় কমলনগর থানায় মামলা করেছে কিশোরীর বাবা। পরে ওই মামলা তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চেয়ারম্যান নির্যাতন করেছে বিষয়ে তৎক্ষণিক কিংবা পরে কেউ অভিযোগ করেনি। পুলিশ বিষয়টি অবগত ছিল না। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মিডিয়ায় সংবাদ প্রকাশের পর জানতে পেরে আমি বাদি হয়ে মামলা দায়ের করি।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.