তুরস্কে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

শেয়ার

ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কের ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে জরুরি মানবিক ত্রাণ সহায়তা পাঠাল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা) অফিসের সমন্বয়কারী সেভকি মারথ বারিশের কাছে পাঁচ হাজার কম্বল হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব।

টিকা অফিসের সমন্বয়কারীর সঙ্গে সাক্ষাতকালে এটিএম আবদুল ওয়াহ্‌হাব বলেন, চরম এই মানবিক সংকটে তুরস্কের বিপন্ন মানুষের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি এসময় তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে দুই দেশের ৪৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.