টিকার সনদ ছাড়া হোটেলে খাওয়া যাবে নাঃ স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার

করোনাভাইরাসের টিকা নেওয়ার সনদ ছাড়া হোটেলে খাবার খাওয়া যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৩ জানুয়ারি) সচিবালয়ে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম-এর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এছাড়া ভার্চ্যুয়ালি ডিসি, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জনরা যুক্ত থাকবেন বলে জানানো হয়েছে। স্বাস্থ্য, প্রশাসন ও স্বরাষ্ট্রের লোকজনও সভায় থাকবেন।

বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রতিবেশী দেশ ভারতে প্রতিদিনই ওমিক্রন-এ আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিধি-নিষেধ জারি করা হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত সাতজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.