জাতীয়ককরণের দাবীতে কমলনগরে বিএমজিটিএ’র সম্মেলন

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:
মাদরাসা শিক্ষার মানোন্নয়নসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের (বিএমজিটিএ) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে উপজেলা বিএমজিটিএ সম্মেলনের আয়োজন করে। উপজেলা বিএমজিটিএ’র সভাপতি মাস্টার আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী। প্রধান আলোচক জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয়া প্রচার প্রকাশনা সম্পাদক মো. ফিরোজ আলম। বিশেষ অতিথি ছিলেন বিএমজিটিএ’র জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রিয় কমিটির সদস্য ওয়াজি উল্যাহ জুয়েল, মাতাব্বরনগর দারুচ্ছুন্না আলিম মাদরাসার অধ্যক্ষ মো. আলী হোছাইন ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফিরোজ কবির। আরও বক্তব্য রাখেন, রামগতি উপজেলা শাখার সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, কমলনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন বাচ্চু, অর্থবিষয়ক সম্পাদক মো. ফারুক ও সদস্য রশিদুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএমজিটিএ’র সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন।
পরে জেলা সাধারন সম্পাদক ফিরোজ আলম কমলনগর উপজেলা কমিটির সভাপতি পদে মাস্টার আবুল কাশেম ও সাধারন সম্পাদক লোকমান হোসেনের নাম ঘোষনা করেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.