ভোলায় ৫ লাখ টাকা ছিনতাই

শেয়ার

স্টাফ রিপোর্টার ভোলা: ভোলার সোনালী ব্যাংক থেকে মঙ্গলবার সকালে ৫ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন বাপ্তা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আবিদুল হক ভুঁইয়া। ছিনতাইকারীরা ওই টাকা নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি’র ভিডিও ফুটেজে ছিনতাইকারীদের চিহ্নিত করে ধারার চেস্টা করা হচ্ছে বলে জানান ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) রিপন কুমার সাহা। ব্যাংক ম্যানেজার জানান, তিনি সকালে অফিসের জন্য ৫ লাখ টাকা তুলে তা ব্যাগে ভরে মটর সাইকেল যোগে রওনা দেয়ার সময় দুই লোক তার পকেট থেকে কিছু টাকা পড়ে গেছে বললে তিনি দেখেন নিচে ১০ টাকা, ২০ টাকার কিছু নোট পড়ে আছে। ওই টাকা তুলতে গেলে ওই ফাকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা। ছিনতাইকারীর ওই চক্র আগ থেকেই ব্যাংকের ভিতর ওৎপেতে ছিল। গ্রামীণ ব্যাংক ম্যানেজার টাকা নিয়ে বেড় হওয়ার সময় ওই চক্র ও বের হয়। ওরাই কিছু টাকা ছিটিয়ে দিয়ে ব্যাংক ম্যানেজারকে বিভ্রান্ত করেন। ভিডিও ফুটেজে বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ অভিযান শুরু করে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.