চরভদ্রাসনে দুইটি বোয়াল ৩০ হাজার টাকা বিক্রি

শেয়ার

সাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর প্রতিনিধি)

ফরিদপুরের চরভদ্রাসন সদর বাজারে শুক্রবার সকালে দুটি বোয়াল মাছ বিক্রি হয়েছে বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায় ২৪ কেজি ওজনের।

সকালে এই মাছ দুটি দেখতে উৎসুক জনতার পাশাপাশি ক্রেতাদের ভিড় ছিল।

স্থানীয় এক মাছ ব্যবসায়ী রিপন মন্ডল এই মাছ দুটি জেলেদের নিকট থেকে ২৮ হাজার টাকায় কিনে তারপর বিক্রি করেন।

রিপন জানান, চায়না দোয়ারীতে ধরা পড়া ১৩ কেজি ওজনের বোয়াল মাছটি সদরপুর আকটেরচর ইউনিয়নের এক জেলের নিকট থেকে সাড়ে ১৫ হাজার টাকায় ও হাজারি বরশি দিয়ে ধরা ১১ কেজি ওজনের বোয়াল উপজেলার হাজিগঞ্জ বাজারের এক জেলের নিকট থেকে সাড়ে ১২ হাজার টাকায় কিনেছি। বড় মাছটি ১৭ হাজার ও অন্যটি ১৩ হাজার টাকা বিক্রি করে তার ২ হাজার টাকা লাভ হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন, পদ্মা নদীতে মাঝেমধ্যেই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ার সংবাদ পাওয়া যায়।এটা আমাদের জন্য একটি সুসংবাদ বটে। তা-ছাড়া মাছের বংশ বিস্তার ও বড় হওয়ার লক্ষ্যে সরকারিভাবে প্রতিবছরের ন্যায় এ বছর বিভিন্ন সময়ে নদীতে অভিযান পরিচালনা করা হয়।

এখন বর্ষা মৌসুম হওয়ায় এসব বড় মাছ বিভিন্ন স্থানে বিচরণ করছে। চায়না দুয়ার (চাই) দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ বলেও জানান এই মৎস্য কর্মকর্তা

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.