চরভদ্রাসনে জমি চাষের আওতায় আনতে প্রশাসনের উদ্যোগ

শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রায় সাড়ে ছয় হাজার একর জমিকে চাষের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

সে লক্ষ্যে ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে দেশের মডেল পেঁয়াজ দানা চাষী শাহিদা বেগমের ফরিদপুরের সদর উপজেলার অম্বিকাপুরের মাঠে আসেন চরভদ্রাসন উপজেলার কৃষকরা।

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর চরভদ্রাসনের আয়োজনের চরের চাষীদের উদ্বুদ্ধকরণে পেঁয়াজ দানার আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে অবহিত ও মাঠ পর্যায়ে পরিদর্শন আনা হয়।

এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক মো কামরুল আহসান তালুকদার, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোরশেদ উপস্থিত ছিলেন।

পরে তাদের চরের মাটিতে উৎপাদনযোগ্য আরও কয়েকটি ফসলের উৎপাদনের উপর বাস্তব সম্মত ধারণা দিতে কয়েকটি স্থান ভ্রমণ করানো হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.