কেন্দ্রীয় ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল সঠিক সময়ে চান প্রার্থী ও ভোটাররা – শাহ নেওয়াজ

শেয়ার
আমজাদ হোসেন আমু :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলের ওপর হঠাৎ নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার সাবেক কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক আমানুল্লাহর আবেদনের প্রেক্ষিতে ঢাকা জজ কোর্টের ৪ নম্বর আদালত এ আদেশ জারি করেন।
কাউন্সিলর ও ভোটারদের সাথে আলাপে অনেকে জানান, দীর্ঘ ২৭ বছর পর স্বচ্ছ ভোটারদের মাধ্যমে সভাপতি -সম্পাদক নির্বাচিত হবে। এনিয়ে কাউন্সিলর ও ভোটারদের মধ্যে উত্তেজনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। প্রার্থীরা মহানগর, জেলা, উপজেলায় ভোটাদের সাথে মিটিং, কাউন্সিল করেছেন। যার যার মত করে ভোট চেয়েছেন। হঠাৎ কাউন্সিলের মাত্র দু’দিন বাকী এরই মধ্যে আদালত কাউন্সিলে নিষেধাজ্ঞা জারি করেন।
এ নিয়ে সম্পাদক প্রার্থী শাহ নেওয়াজ  বলেন, ছাত্রদলের কাউন্সিলরা ভোটের মাধ্যম তাদের নেতা নির্বাচিত করবে। হঠাৎ কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিল করতে আদালতের মাধ্যমে কাউন্সিলে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু  কাউন্সিলররা তাদের দীর্ঘদিনের স্বপ্ন যেকোন মূল্যে বাস্তবায়ন করবে।তারা চাচ্ছে ১৪ সেপ্টেম্বর ভ্যালট অথবা অনলাইনের মাধ্যমে ভোট দিয়ে নেতা নির্বাচিত করতে।  তারা সঠিক সময়ে কাউন্সিল চান।
আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
পল্লী নিউজ / টি2
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.