কলমাকান্দায় বিদ্যুৎ বিলের কাগজ সময়মতো পৌছে না দেওয়ায় চরম ভোগান্তিতে গ্রাহকরা

শেয়ার
আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা জেলার, কলমাকান্দা উপজেলার, লেংগুড়া ইউনিয়নের ফুলবাড়ী, কালাপানি, কান্দাপাড়া গ্রামের বিদ্যুৎ বিলের কাগজ দেওয়া হয়না প্রায় তিন মাস ধরে।

গ্রাহকদের সাথে কথা হলে তারা জানান, ফ্রেব্রুয়ারি, মার্চ, ও এপ্রিল এই তিন মাস ধরে তাদের কাছে বিদ্যুৎ বিলের কাগজ পৌঁছে দেওয়া হয়না। এ নিয়ে চরম উদ্যোগে রয়েছে তাড়া,

ফুলবাড়ী সাত শহীদ মুক্তিযোদ্ধা বাজারে ব্যবসায়ীরা জানান, তাদের ব্যনিজিক মিটারের বিদ্যুৎ বিল পড়ে আছে দুই তিন মাসের, তাড়া বিলের কাগজ হাতে না পাওয়ায় বিল পরিশোধন করতে পারছেনা, সেই সাথে নির্দিষ্ট তারিখে মধ্যে বিল পরিশোধ করতে না পারায় তাদের গুনতে হবে অতিরিক্ত জরিমানা।

এই বিষয়ে কলমাকান্দা বিদ্যুৎ অফিসের এলাকাভিত্তিক দায়িত্বে থাকা মোঃ মেজবার পদবী (এম আর সি এম)সাথে কথা হলে তিনি বিষয়টির স্বীকার করেন এবং সমাধান করে দেওয়ার আশ্বাস দেন, কিন্তু পরে তা আর সমাধান করে দেওয়া হয়নি।
মোঃমেজবার সাথে পরবর্তীতে যোগাযোগ করতে চাই তার ফোন বন্ধ এবং একাধিক বার কল দিলেও ফোন রিসিভ করেনি।

এই নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী, সেই সাথে বিষয়টি সমাধানের জন্য দ্রুত দাবি জানিয়েছে তাড়া

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.