কমলনগরে গর্ব সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠিত

শেয়ার

কামরুল হৃদয়: লক্ষ্মীপুরের কমলনগরে গুণীজনদের গর্ব সম্মাননা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২এপ্রিল) সকালে ৩নং চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়।

কমলনগরের ৯ বিশিষ্টজনকে গর্ব সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়। এদের মধ্যে শ্রেষ্ঠ আলেম হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, শ্রেষ্ঠ শিক্ষক হাজিরহাট উপকূল সরকারি কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ আবদুল মোতালেব, শ্রেষ্ঠ সামাজিক সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান, শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা শারমিন আক্তার, শ্রেষ্ঠ রক্তদান সংগঠন ইউনিক সেবা ফাউন্ডেশন, শ্রেষ্ঠ সামাজিক সংগঠন আনন্দবাজার স্বপ্নচূড়া পাঠাগার, শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠন কমলনগর যুব ওয়ারিয়র্স ক্লাব।

এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে

সুযোগপ্রাপ্ত ১৪ ও ফৌজদারহাট ক্যাডেট কলেজে সুযোগপ্রাপ্ত ১ জনকে শিক্ষার্থী সংবর্ধণা দেওয়া হয়।

সানরাইজ ক্লাবের পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান ওসমান গণি বিপ্লব এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজিরহাট উপকূল সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শোয়াইব হোসাইন বাবলু, ইসলামী ব্যাংক সেনবাগ শাখার ম্যানেজার মোহাম্মদ সানা উল্লাহ, জাতীয় ইমাম সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ক্বারী গিয়াস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে গর্ব সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধণার পাশাপাশি প্রতিবছরের ন্যায় এবারও ১৫জন শারিরীক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত যে, , সানরাইজ ক্লাব ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মানবিক কাজ করে আসছে এবং প্রথমবারের মতো গর্ব সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধণার আয়োজন করে। এমন আয়োজন ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে করবে বলে জানান সংগঠন কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.