কমলনগরে গণ ইফতার মাহফিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

শেয়ার

মুহাম্মাদ শোরাফ উদ্দিন:  ঢাকা বিশ্ববিদ্যালয় সবুজ চত্বরে কোরআন তেলাওয়াতের আয়োজন করায় আরবি বিভাগের চেয়ারম্যানকে শোকজ করা ও গত ১০ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) কর্তৃপক্ষের দ্বারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার মাহফিল বন্ধের প্রতিবাদে আজ তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ- মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার সহ-সভাপতি নাহিদুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাবের হোসাইন এর সসঞ্চালনায় কোরআন তেলাওয়াত ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গণ ইফতার মাহফিলে কমলনগরের সর্বস্থরের ওলামা-মাশায়েখ, সাংবাদিক, শিক্ষক ও অত্র স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন৷

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার সভাপতি, মুফতি শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলনের উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মাষ্টার মুহা. মোসলেহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শোরাফ উদ্দিন স্বপন, দাওয়াহ ও প্রচার সম্পাদক মওলানা ইসমাইল রফিক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাহিত্য ও সংস্কৃতির সম্পাদক মিজানুর রহমান সাইদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা ইসলামি সংস্কৃতি চর্চায় বাঁধা প্রদানের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের কঠোর সমালোচনা করে হুশিয়ারি প্রদান করেন ৷ বক্তারা আরো বলেন ভবিষ্যতে যদি বিশ্ববিদ্যালয় গুলোতে এহেন কর্মকান্ডের পায়তারা করা হয় তাহলে ইসলাম প্রিয় তাওহীদী জনতা এ দেশ থেকে নাস্তিক্যবাদকে প্রতিহত করবে৷

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.