কমলনগরে অবৈধ সীমানা প্রাচীর, ভেঙ্গে দিলেন ইউএনও

শেয়ার
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জে সরকারি রাস্তা দখল অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করায় ইউএনও অভিযান চালিয়ে ভেঙ্গে দিয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন ঘটনাস্থলে গিয়ে গ্রামপুলিশ দিয়ে সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়।
এসময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, তোরাবগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন।
তোরাবগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন বলেন, সম্প্রতি তোরাবগঞ্জ ইউনিয়নের ৭নম্বর ওয়াডের শামছুল আলম রোড দখল করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করার চেষ্টা করেন স্থানীয় বাসিন্দা মো. সফিক; খবর পেয়ে ওই কাজ বন্ধ করে দেওয়া। দুই সপ্তাহপর বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করেন তিনি।
এব্যাপারে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলে তিনি ঘটনাস্থলে গিয়ে গ্রামপুলিশ দিয়ে সীমানা প্রাচীর ভেঙ্গে দেন।
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.