এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে হবে না

শেয়ার

করোনার কারণে  এবছর কেন্দ্রীয়ভাবে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের  এ তথ্য নিশ্চিত করেছেন। কয়েক দিন আগে এই পরীক্ষা বাতিলের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের কাছে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

জেএসসি-জেডিসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫ লাখ। করোনাকালের এই পরিস্থিতিতে সরকারের আজকের সিদ্ধান্ত অনুযায়ী বিপুল এই সংখ্যক শিক্ষার্থীকে জেএসসি-জেডিসি পরীক্ষায় বসতে হচ্ছে না।

এর আগে গত মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে কেন্দ্রীয়ভাবে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষাও অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা না নেয়ার প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। এবার স্কুলে বার্ষিক পরীক্ষা নেব।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.