এফডিসি নিয়ে শাকিব খানের বিস্ফোরক মন্তব্য

শেয়ার

একসময় দেশের সিনেমা ছিল এফডিসি কেন্দ্রিক। প্রতিষ্ঠানটির সোনালি সময় এখন আর নেই। চলচ্চিত্র নির্মাণের আঁতুড়ঘরটি আজকাল যেন পরিণত হয়েছে সমিতি চর্চা কেন্দ্রে। এমনটাই মনে করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। শাকিব বলেন, ‘এফডিসি এখন হয়েছে পরিত্যক্ত পাটকলের মতো।’

এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘অনেকে কাজ বাদ দিয়ে সমিতিনির্ভর হয়ে পড়ল। এফডিসি হয়ে গেল চলচ্চিত্র নয়, সমিতিনির্ভর একটি প্রতিষ্ঠান। কিছু অযোগ্য লোকের কাছে সিনেমার পরিবর্তে সমিতি হয়ে গেল ধ্যান-জ্ঞান। সমিতির নির্বাচন, পিকনিক, ইফতার পার্টি নিয়ে তাদের যেভাবে ব্যস্ত থাকতে দেখা যায় সিনেমা নিয়ে তত নয়। এতে করে চলচ্চিত্রের বারোটা বেজেই চলেছে।’

এ নায়ক মনে করেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হয়ে উঠতে পারেনি প্রতিষ্ঠানটি। তার মতে এফডিসি থেকে সার্ভার সিস্টেমের মাধ্যমে ছবি প্রদর্শন করা, এফডিসিতে পোস্ট প্রোডাকশনের কাজের ব্যবস্থা করা এখন সময়ের দাবি। তাহলেই চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস এই সংকট অচিরেই কেটে যাবে। এ জন্য দরকার চলচ্চিত্রের প্রত্যেকের কাজের প্রতি সততা ও ডেডিকেশন।’ গত ৯ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘সিনেমা একজন মানুষের জীবনকে পাল্টে দিতে পারে, সমাজকে পাল্টে দিতে পারে। তাই অনুকরণ না করে এ ধরনের মানসম্মত সিনেমা তৈরিতে সংশ্লিষ্টদের মনোযোগ দিতে হবে।’

পাশাপাশি প্রধানমন্ত্রী আগামী বাজেটে সরকারি অনুদান প্রাপ্ত সিনেমাগুলোর টাকার পরিমাণ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর এমন কথায় মুগ্ধ শাকিব। তার ভূয়সী প্রশংসা করে এ তারকা বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সবসময়ই শিল্প-সংস্কৃতি আর চলচ্চিত্রবান্ধব। দৃঢ়ভাবে বলতে চাই, প্রধানমন্ত্রী সব সেক্টরের উন্নয়নে শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তার এই প্রচেষ্টাকে সফল করার দায়িত্ব যাদের ওপর, এর দায়ভার ন্যস্ত হয় তাদের। সবাই যদি সততা ও একাগ্রতা নিয়ে কাজ করে যায় তাহলে প্রধানমন্ত্রীর সব স্বপ্নই সার্থক হবে। বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলায় পরিণত হবে।’

বর্তমানে শাকিব অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। একটি শোয়ে অংশ নিতে ৪ মার্চ ওমানের মাসকাটে গিয়েছিলেন শাকিব। সেখান থেকে যুক্তরাষ্ট্রে গেছেন ঢালিউড সুপারস্টার। ১৫ মার্চের পর দেশে ফেরার কথা রয়েছে তার।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.