একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত ইবি শিক্ষক সমিতির

শেয়ার
ইবি সংবাদদাতা:
সমন্বিত গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সভায় সর্বসম্মতিক্রমে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়ে একমত হয়েছি। আগামীকাল উপাচার্যকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হবে।
প্রসঙ্গত, ভর্তি প্রক্রিয়া অধিকতর সহজ ও নির্বিঘ্ন করতে সারাদেশের কয়েক লক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশায় ২০২০-২১ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে এ প্রক্রিয়ায় সমন্বয়হীনতা, দীর্ঘসূত্রিতা ও শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াকে আরো জটিল করায় ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষেও একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল ইবি প্রশাসন। পরে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির অনুরোধে গুচ্ছে থাকার সিদ্ধান্ত নেন তারা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.