ইবি উপাচার্যের পিএসকে অব্যাহতি

শেয়ার

ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নিয়োগ সংক্রান্ত একাধিক অডিও ফাঁসের ঘটনার পর এবার অনির্দিষ্ট কারনে তার পিএস আইয়ূব আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্যের আদেশে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘বুধবার রাতে উপাচার্য স্যার আমাকে ডেকেছিলেন। শরীর খারাপ থাকায় যেতে পারিনি। তিনি তার পিএস আইয়ুব আলীকে অব্যহতি দেওয়ার আদেশ দেন। তাই সকালে এসে অব্যাহতির আদেশপত্র প্রস্তুত করেছি। তবে উপাচার্য স্যার অব্যাহতি দেওয়ার কোনো কারণ জানাননি।’

এদিকে সকাল ৮টায় সপরিবারে ক্যাম্পাস ত্যাগ করেছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘উপাচার্য স্যার ঢাকায় গেছেন। তিনি ৩ বা ৪মার্চ পর্যন্ত ছুটিতে থাকবেন।’

উল্লেখ্য, এর আগে আইয়ূব আলীর অপসারণের দাবিতে আন্দোলন করেছিলেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। আন্দোলনে তার কার্যালয়ে ভাংচুর করেন তারা। এছাড়া তাদের মারধরেরও শিকার হয়েছিলেন তিনি। কিন্তু তখন তাকে অব্যাহতি দেওয়া হয়নি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.