আর্জেন্টিনার দ্বিতীয় মেসি!

শেয়ার

মাত্র ১৮ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড লুকাস রোমানকে বলা হয় আর্জেন্টিনার দ্বিতীয় মেসি। অল্প বয়সেই বাঁ পায়ের জাদুকরী ছন্দে তাক লাগানো এই ফরোয়ার্ডের জন্য এবার ৪০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ বেঁধে দিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

গত বুধবার (১৮ জানুয়ারি) রোমানের সঙ্গে এই চুক্তি সম্পন্ন করে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এই চুক্তির মেয়াদ।
বার্সায় যোগ দেওয়া প্রসঙ্গে রোমান জানান, কাতালান ক্লাবটিতে খেলতে মুখিয়ে আছেন সে। কিন্তু আপতত এই ফরোয়ার্ড বার্সার দ্বিতীয় দল বার্সেলোনা অ্যাথলেটিকোর হয়ে খেলবেন। পরবর্তীতে তাকে মূল দলে আনা হবে বলে জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

মেসির মতোই বাঁ পায়ে খেলা লুকাস অল্প বয়সেই নজর আসেন বেশ কয়েকটি ইউরোপিয়ান ক্লাবের। শেষ পর্যন্ত কাতালান ক্লাব বার্সেলোনাই দলে ভেড়াল এই ১৮ বছর বয়সী ফরোয়ার্ডকে। তবে লুকাসকে দলে ভেড়াতে কত খরচ করেছে তা এখনো নিশ্চিত করে জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।

তবে বেশ কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি, রোমানকে দলে ভেড়াতে ১.১ মিলিয়ন ইউরো খরচ করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.