আমরা কিন্তু চুপচাপ বসে নেই বললেন প্রধানমন্ত্রী

শেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কিন্তু চুপচাপ বসে নেই। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে টালমাটাল বিশ্ব পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষের জীবনযাপনে স্বস্তি আনতে সরকার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনাভাইরাসের মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এই যুদ্ধের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে পণ্যের দামে অস্থিতিশীলতা দেখা দিয়েছে।

জ্বালানি তেলের দাম অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিকভাবে পণ্য পরিবহনেও ভাড়া ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এরফলে আমাদের দেশেও কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। ’

তিনি বলেন, ‘চলতি পবিত্র রমজান মাসে আমরা টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে প্রায় ১ কোটি পরিবারকে কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী দামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। ’

আসন্ন ঈদ উপলক্ষে ১ কোটি ৩৩ হাজার ৫৪টি ভিজিএফ কার্ডের বিপরীতে ১ লাখ ৩৩০ মেট্রিকটনের বেশি চালের বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী দেশবাসীকে পহেলা বৈশাখ এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.