D & C একটি সার্জিক্যাল পদ্ধতি, পল্লী চিকিৎসক ও সাধারণ নার্স দিয়ে করানো উচিত নয়

শেয়ার

বাঁশখালীতে যে সমস্ত নারী পল্লীচিকিৎসকগণ Dilation and Curettage (D and C)
কাজে জড়িত আছে এবং এই ঝুঁকিপূর্ণ কাজ যে বা যারা করে তাদেরকে পল্লীচিকিৎসক সংগঠন জড়িত তাদেরকে অব্যহতি দেওয়া উচিৎ বলে মনে করি।

কারণ ইদানিং কিছু ঘটনার জন্ম দিয়েছে। কিছু কিছু ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে নারীরা বলেন স্ত্রী ও প্রসূতি বিদ্যা অভিজ্ঞ লিখা দেখতে পাওয়াতে তারা ঐ সমস্ত নারী পল্লী চিকিৎসকের কাছে গিয়ে D&C করার পর বিপাকে পড়েন।

প্রকৃতপক্ষে এই কাজ প্রাথমিক চিকিৎসকের কাজ নয়। এটি একটি সার্জিক্যাল প্রসিডিওর!!

একটি প্রসারণ এবং কিউরেটেজ পদ্ধতি, যাকে D & Cও বলা হয়, এটি একটি অস্ত্রোপচার পদ্ধতি যেখানে জরায়ু সরু, জরায়ুর নীচের অংশ প্রসারিত হয় যাতে এন্ডোমেট্রিয়াম জরায়ুর আস্তরণ কিউরেট একটি চামচ দিয়ে স্ক্র্যাপ করা হয়ে থাকে। এই আকৃতির যন্ত্র দিয়ে অস্বাভাবিক টিস্যু অপসারণ করতে হয়।

D & C এটা প্রক্রিয়া চলাকালীন জরায়ু ছিদ্র হওয়ার একটি বিরাট সুযোগ রয়েছে। অন্য কথায়, D&C করার জন্য ব্যবহৃত অস্ত্রোপচারের যন্ত্রগুলি প্রক্রিয়া চলাকালীন অনভিজ্ঞ চিকিৎসক জরায়ুর প্রাচীর ভেদ করে ছিঁড়ে ফেলে বা পুটা করতে পারে। যে মহিলারা সম্প্রতি গর্ভাবস্থা বা মেনোপজের মধ্য দিয়ে গিয়েছেন তাদের জরায়ুতে ছিদ্র হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। অঙ্গ বা রক্তনালীর ক্ষতি হয়ে যায়।
অবশ্যই মনে রাখতে হবে;
ডায়লেশন অ্যান্ড কিউরাটেজ (ডি অ্যান্ড সি) হল একটি সার্জিক্যাল প্রসিডিওর । সুতরাং পল্লী চিকিৎসকদের এই বিষয়ে বিরত থাকা উচিৎ।

অনুসন্ধানে দেখা যায়, কেবল মাত্র সরকারি বিএমডিসি রেজিস্ট্রার ডাক্তার ছাড়া পল্লী চিকিৎসকগণ নামের আগে ডাক্তার, বিশেষজ্ঞ, অভিজ্ঞ, লিখতে পারেনা বলে নির্দেশনা থাকলেও কিছু পল্লী চিকিৎসক পল্লী চিকিৎসকের প্যাড ও ভিজিটিং কার্ডে ডাক্তার, অভিজ্ঞ লিখা পরিলক্ষিত হয়। এতে সাধারণ জনগণ প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

লেখক: জসিম উদ্দীন মাহমুদ তালুকদার, জেলা প্রতিনিধি, পল্লী নিউজ ২৪ ডটকম।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.