অভিশংসন এড়ালেও গদি টেকাতে পারবেন কী প্রেসিডেন্ট ইউন?
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সংসদে অভিশংসনের মুখোমুখি হলেও তার বিরুদ্ধে ভোট দেননি পর্যাপ্ত সংখ্যক এমপি। এর ফলে এবারের মতো অভিশংসন থেকে রক্ষা পেলেন আলোচিত এই প্রেসিডেন্ট। শনিবার দেশটির সংসদে অভিশংসনের পক্ষে মোট ১৯৫টি ভোট পড়ে। যা প্রয়োজনীয় ২০০ ভোটের চেয়ে পাঁচ ভোট কম। এর ফলে অভিশংসন প্রক্রিয়া বাতিল হয়ে যায়। মূলত ইউনের দল পিপল পাওয়ার পার্টির (পিপিপি) এমপিরাই ভোট বর্জন করায় এই পরিস্থিতি তৈরি হয়। এ নিয়ে সংসদের স্পিকার উ উন-শিক বলেছেন, গোটা জাতি এবং বিশ্ব আজকের এই সিদ্ধান্ত প্রত্যক্ষ করছে। এটি দুর্ভাগ্যজনক যে, পর্যাপ্ত আইনপ্রণেতা এতে অংশ নেননি। এর আগে ইউন গত মঙ্গলবার তার দেশের সেনাবাহিনীকে জরুরি ক্ষমতা…