কমলনগরে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

শেয়ার

 

কমলনগর, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর কমলনগরে কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার(৩০ মে) বিকালে হাজির হাট খাদ্য গুদামে কৃষক মো. জসিম উদ্দিন কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা খাদ্য কর্মকর্তা মো: মহসিন সভাপতিত্বে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস। উপস্থিত ছিলেন– উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো: শাহিন মিয়া, কমলনগর প্রেসক্লাব সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ ফয়েজ মাহমুদ, সাধারণ সম্পাদক এ আই তারেক, সাংবাদিক আমজাদ হোসেন আমু। জানা গেছে, উপজেলার ৯ ইউনিয়ন কৃষকদের মাঝ থেকে ১৭৯ মেট্রিকটন ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ধান ৩০ টাকা দরে এক হাজার ২০০ টাকা মন কেনা হবে এই ধান। কৃষকরা জানান, সরাসরি গুদামে ধান দিতে পেরেছি। মাঝখানে কোন মধ্যস্বত্বভোগীরাও নাই। উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো: শাহিন মিয়া বলেন, কৃষকদের কাছ থেকে কেনা হবে এই ধান। ধান বিক্রি করতে এসে কৃষক যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে নজরদারি থাকবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.