মাদরাসা অধিদপ্তরের ডিজি’র সাথে বিএমজিটিএ’র মতবিনিময়

শেয়ার
স্ট্রাফ রিপোর্টার:
বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন(বিএমজিটিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে মাদরাসা অধিদপ্তরের ডিজি মহোদয়কে সংবর্ধনা ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার  (৬ ই মার্চ) বিকাল  মাদ্রাসা অধিদপ্তরের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেনবাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট,শিক্ষা মন্ত্রনালয়ের সদস্য, জাতীয় শিক্ষক নেতা মো:হারন অর রশিদ।
বিএমজিটিএ’র মহাসচিব মো: শান্ত ইসলামের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক,অতিরিক্ত সচিব হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন মাদরাসা অধিদপ্তরের পরিচালক অর্থ ও প্রশাসন মো: আবু নঈম।
এতে আলোচনা করেন  বিএমজিটিএ স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে  ফখরুল ইসলাম, কেএম শামীম, ফিরোজ আলম, মেহেদী হাসান ও এলিন তালুকদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির গন শিক্ষা বিষায়ক সম্পাদক ও পল্লী নিউজের সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, সহ সভাপতি শাহ মাহমুদ কবির , কবি সুরুজ্জামান, কামরুন নাহার, আখতারুজ্জামান, যুগ্ম মহাসচিব মেহেদী হাসান,কানিজ ফাতেমা ,রুহুল আমিন, মইনুল ইসলাম, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক শামীমা আক্তার নীপা, মোহাম্মদ আলী,কামরুজ্জামান,সাহিত্য সম্পাদক আজহারুল ইসলাম মুক্তার, ধর্ম বিষায়ক সম্পাদক রুহুল আমিন, সহ ধর্ম বিষায়ক সম্পাদক কামাল সিদ্দিকী, আইসিটি বিষায়ক সম্পাদক সালাউদ্দিন, সদস্য মনিরুজ্জামান,শরিফুল ইসলাম,হযরত আলী,আবু বকর সিদ্দিকসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল পদমর্যাদার নেতৃবৃন্দ।পবিত্র কোরান থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানের শুরুতে মহাপরিচালক জনাব হাবিবুর রহমান স্যারের হাতে বিএমজিটিএ নেতৃবৃন্দের ফুল এবং সন্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বিএমজিটিএ সভাপতিি মো: হারুন অর রশিদ মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে মাদ্রাসার স্বার্থে কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।অতপর তিনি মাদ্রাসা শিক্ষকদের পক্ষে বেশ কিছু লিখিত যোক্তিক দাবী উপস্থাপন করেন।ডিজি মহোদয় সকল যোক্তিক দাবী পূরনের আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভায় বিএমজিটির নেতৃবৃন্দগন বিভিন্ন দাবী উত্থাপন করেন উপস্থাপিত দাবী গুলি ছিল
১.সকল প্রভাষকদের ১৬ বছর পূর্ণ হওয়া সাপেক্ষে সহকারী অধ্যাপক পদে পদায়ন করা।
২. প্রভাষকদের পদায়নের ক্ষেত্রে ভগ্নাংশকে পূর্ন সংখ্যা হারে পদায়ন করা।যেমন ৩ জনে ২ জন, ৫ জনে ৩ জন, ৭ জনে ৪ জনের পদায়ন করা।
৩. নামের সাথে পদবি ও বিষয় পরিবর্তন /সংশোধনে জটিলতা দূর করা।
৪. পূর্ণাঙ্গউৎসব ভাতা প্রদান করা ।
৫.সকল গ্রেডের ক্ষেত্রে পদোন্নতির পরে ইনক্রিমেন্ট যোগ করা এবং যারা ইতোমধ্যে ইনক্রিমেন্ট যুক্ত না হওয়া সমস্যার কারনে বঞ্চিত তাদের সমস্যা সমাধান করা।
৬. সহকারী শিক্ষকদের সিনিয়র স্কেল মানে ৯ম গ্রেড থেকে ৮ম গ্রেডে দ্রুত পদান্নতির ব্যবস্থা করা।
৭. সরকারি প্রাথমিকের ন্যায় ইবতেদায়ীতে সরকারি বৃত্তি এবং মিড ডে মিল চালুর ব্যবস্থা করা।
৮. মাদরাসা অধিদপ্তরের বিভিন্ন কর্মশালায়/সভায় সংগঠনের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা
৯. সরকারী প্রাথমিকের ন্যায় ইবতেদায়ীতে মিড ডে মিল চালু করা
১০. প্রশাসনিক পদে অন্তত একটি পদে পূর্বের শিক্ষানীতির আলোকে জেনারেল শিক্ষকদের পদায়ন করা ।
১১. জেনারোল শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা
১২. মাদ্রাসা থেকে অনার্স,মাস্টার্স কারী ছাত্র-ছাত্রীদের মাদ্রাসার প্রশাসনিক পদে চাকুরির সুযোগ দেওয়া।
এসময় উপস্থিত অনেক কেন্দ্রীয় নেতারা মহাপরিচালক মহোদয়কে সরাসরি বিভিন্ন সমস্যার বিষয়ে প্রশ্ন উপস্থাপন করে অবহিত করেন। প্রায় এক ঘন্টা ধরে মহাপরিচালক অতিরিক্ত সচিব হাবিবুর রহমান স্যার জেনারেল শিক্ষকদের সমস্যা গুলি শোনেন। তিনি তাঁর আলোচনায় উপস্থাপিত সমস্যা সমাধান করবেন বলে জোর দেন। বাংলাদেশের সকল জেলা থেকে আগত বিএমজিটিএ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ডিজি মহোদয় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রানবন্ত আলোচনা শেষে সকল শিক্ষকদের সাথে আন্তরিকতার সাথে ফটোসেশনে অংশ নেন মহাপরিচালকসহ অন্যান্য পরিচালকবৃন্দ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.